নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০১:৫৭ পূর্বাহ্ন
সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় একটি গ্যাস লাইনের পাইপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আজ রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা সম্ভব হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের কারণে সিলেট-সুনামগঞ্জ আন্তঃজেলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ঘটনাস্থলের দুই পাশের রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি সিলেট মিররকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্যাস লাইনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। কীভাবে আগুন লাগলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি ‘
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন সিলেট মিররকে বলেন,‘আগুন লাগার ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’
এনএইচ-০২/এএফ-০৫