নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২০
০১:৪৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন
নিছক কোনো দুর্ঘটনায় মৃত্যু নয়, কবি আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর দায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বলে মন্তব্য করেছেন সিলেট নগরের সক্ষুব্ধ নাগরিকবৃন্দ। রবিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে অনুষ্ঠিত নাগরিকবন্ধনে বক্তারা এ মন্তব্য করেন।
বক্তারা বলেন, কবি আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যু নিছক কোনো দুর্ঘটনায় হয়নি। অরক্ষিত উন্নয়ন কর্মকান্ডের কারণে নগরের নির্মাণাধীন ড্রেনের উন্মুক্ত খাদে পড়ে গত ১০ই ডিসেম্বর কবি বাছিত মোহাম্মদের মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য দায়ী সিলেট সিলেট সিটি করপোরেশন। এই মৃত্যুর জন্য দায়ী ব্যাক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নগর উন্নয়ন ও সংস্কার কাজে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী রাখতে হবে এবং নিহত কবির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদের সভাপতিত্বে ও ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিহত কবির ছোট ভাই মোহাম্মদ এহিয়া আহমেদ, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, ভাষা শহীদ মতিন উদ্দিন চৌধুরী জাদুঘরের প্রতিষ্ঠাতা ও প্রত্নতত্ত্ব সংগ্রাহক ডা. মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম, সাংবাদিক ছামির মাহমুদ, বঙ্গবন্ধু গবেষণা সংসদের কেন্দ্রীয় সহসভাপতি বিধান সরকার, দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক দেবাশিষ দেবু, সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভানিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রনব কান্তি দেব, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, লেখক ও আইনজীবী আব্দুল মুকিত অপি, প্রকাশক রাজিব চৌধুরী, সাংস্কৃতিক কর্মী রাজিব রাসেল, অদিতি দাস, রুবেল মিয়া প্রমুখ।
বিএ-১৯