ভাস্কর্য নিয়ে বিতর্কের সুযোগ নেই : শাবি উপাচার্য

শাবি প্রতিনিধি


ডিসেম্বর ১৩, ২০২০
১১:৪৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
১১:৪৬ অপরাহ্ন



ভাস্কর্য নিয়ে বিতর্কের সুযোগ নেই : শাবি উপাচার্য

ভাস্কর্য নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শাবিপ্রবি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিতর্কের সুযোগ নেই। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন মুসলিম ও অমুসলিম দেশে ভাস্কর্য আছে। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, তখন কিছু দুর্বৃত্ত ধর্মের নামে উস্কানিমূলক কথা বলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে আর বাড়তে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, এদেশে থাকতে হলে সংবিধানের নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় তাদেরকে এ দেশ থেকে বের হয়ে যেতে হবে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান ও বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গনি।

 

এইচএন/আরআর-০৩