কেমুসাসের স্মরণ সভা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৯, ২০২০
১২:২৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
১২:২৯ পূর্বাহ্ন



কেমুসাসের স্মরণ সভা অনুষ্ঠিত

দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) কার্যকরী পরিষদের সাবেক সহসভাপতি আজিজ আহমদ সেলিম, সাবেক সদস্য মিসবাহুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য ইউসুফ জুলকারনাইন জায়গীরদার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংসদের সাহিত্য আসর কক্ষে গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কার্যকরী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।

কেমুসাসের সহসভাপতি সেলিম আউয়ালের সঞ্চালনায় শোকসভায় আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, লাইব্রেরি সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কার্যকরী পরিষদ সদস্য অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, অ্যাডভোকেট আবদুস সাদেক লিপন, জাহেদুর রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, নাজমুল হক নাজু, সাহেদ হোসাইন, সাবেক সাহিত্য সম্পাদক নাজমুল আনসারী, প্রয়াত আজিজ আহমদ সেলিমের সহোদর জাবের আহমদ চৌধুরী, মেয়ে সাদিয়া আজিজ চৌধুরী, মিসবাহুল ইসলাম চৌধুরীর ছেলে নাফিস মাহমুদ চৌধুরী।

দোয়া পরিচালনা করেন কার্যকরী পরিষদের সদস্য জাহেদুর রহমান চৌধুরী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাহিত্যকর্মী আবদুল কাদির জীবন।

শোকসভায় বক্তারা বলেন, আজিজ আহমদ সেলিম একজন নির্লোভ নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। একইভাবে মিসবাহুল ইসলাম চৌধুরী, ইউসুফ জুলকারনাইন জায়গীরদার ছিলেন সংসদের জন্যে নিবেদিতপ্রাণ কর্মী। সাহিত্য সংসদের উন্নয়নে তাদের ত্যাগ-কর্ম আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। তারা তাদের যৌবনের সোনালি দিনগুলো সাহিত্য সংসদের জন্য ব্যয় করেছেন। এইভাবে অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়েই সাহিত্য সংসদ আজকের পর্যায়ে এসেছে, আমাদের গর্বের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

আরসি-০৯