ওসমানীনগরে প্রতিবন্ধীর বাড়িতে হামলা, মামলা দায়ের

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ০৮, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে প্রতিবন্ধীর বাড়িতে হামলা, মামলা দায়ের

সিলেটের ওসমানীনগরে ভূমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় রাহেনা বেগম (৩৫) নামের এক নারী মারাত্মক আহত হয়েছেন। তিনি উপজেলার সাদীপুর ইউনিয়নের পশ্চিম মোবারকপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী আসকা মিয়ার স্ত্রী। এ ঘটনায় রাহেনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। লিখিত অভিযোগ পেয়ে আজ সোমবার (৭ ডিসেম্বর) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলায় অভিযুক্তরা হলেন- পশ্চিম মোবারকপুর গ্রামের মৃত সমুজ মিয়ার স্ত্রী আবিজান বিবি, মৃত নূর মিয়ার পুত্র কয়েছ মিয়া, জিলু মিয়ার পুত্র আবিদ মিয়া, তানভীর মিয়া, তেরা মিয়ার স্ত্রী বেদানা বেগম ও আনছার মিয়ার স্ত্রী নার্গিস বেগম।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মোবারকপুর গ্রামের প্রতিবন্ধী আসকা মিয়ার সঙ্গে দীর্ঘদিন থেকে জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে প্রতিবেশী আবিজান বিবির। গতকাল রবিবার সকালে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েছ মিয়ার নেত্বত্বে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবন্ধী আসকা মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় অভিযুক্তদের হামলায় আসকা মিয়ার স্ত্রী রাহেনা বেগম মারাত্মক আহত হন। স্থানীয়রা রাহেনা বেগমকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে রাহেনা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেছে।

আহত রেহানা বেগম বলেন, 'আমরা হতদ্ররিদ্র পরিবার। আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী। প্রভাবশালী ও টাকা-পয়সা থাকায় তারা আমাদের বসতভিটা দখলের নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে তারা গ্রাম্য সালিশ ব্যক্তিত্বদের কথায় কর্ণপাত করছে না। এ ব্যাপারে আমি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।' 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, 'প্রতিবন্ধীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় থানায় মামলা রজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।'

 

ইউডি/আরআর