সিলেটে আরও ৪৭ গাড়ি ডাম্পিং, ৭৮ মামলা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২০, ২০২০
০৭:২৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৭:২৬ পূর্বাহ্ন



সিলেটে আরও ৪৭ গাড়ি ডাম্পিং, ৭৮ মামলা

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে নগরে চলছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের অভিযান। ৬ষ্ঠ দিনের অভিযানে ৪৭টি যানবাহন ডাম্পিং ও ৭৮টি মামলা হয়েছে।

ডাম্পিং করা গাড়ির মধ্যে ১টি নিবন্ধনবিহীন সিএনজিচালিত অটোরিকশা, ১টি কাগজপত্রবিহীন সিএনজিচালিত অটোরিকশা, ৩৭টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার, ৭টি নিষিদ্ধ ঘোষিত যানবাহন।

মহানগরে আটটি চেকপোস্টের মাধ্যমে গতকাল বিশেষ অভিযান পরিচালনা করে এসএমপির ট্রাফ্রিক বিভাগ। সুবিদবাজার পয়েন্ট, তেমুখি বাইপাস, লাক্কাতুরা বাজার, চন্ডিপুল পয়েন্ট, আলমপুর, প্যারাইরচক, সুরমা বাইপাস, টিলাগড় পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়। রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আটক, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


আরসি-০৭