নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন
জরুরি উন্নয়নমূলক কাজের জন্য সিলেট সিটি করপোরেশনের সকল এলাকাসহ জেলার বেশ কিছু এলাকায় আজ শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, সিলেট কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের আওতাধীন সকল ৩৩ কেভি বহির্গামী ফিডার, সিলেট সিটি করপোরেশনের আওতাধীন সকল এলাকা, সিলেট সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা (আংশিক) ও বিশ্বনাথ উপজেলার (আংশিক) আওতাধীন এলাকাসমূহে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিএ-০২