সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৭, ২০২০
০২:১১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০২:১১ অপরাহ্ন
ধর্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল গোটা দেশ। তাতে এবার যোগ দিলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নারীদের প্রতি মানসিকতা পরিবর্তনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে নড়াইল-২ আসনের সদস্য।
নারীদের মাথা উঁচু করে বাঁচতে দিতে সবাইকে এগিয়ে আসতে বলেছেন দেশসেরা পেসার মাশরাফী। তার মতে, ধর্ষকদের কোনো পরিচয় নেই। মানসিকতার দিক থেকে তারা কুৎসিত।
এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার এক স্ট্যাটাসে মাশরাফী লিখেছেন- আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনো সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?
তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।
হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।
আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।
এর আগে মঙ্গলবার ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রুবেল হোসেনরা।
বিএ-২২