সাংসদরা আর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নন

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৮, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন



সাংসদরা আর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে পরিচালনা পরিষদ সভাপতি পদে এখন আর সংসদ সদস্যরা থাকতে পারবেন না।

হাই কোর্টের এক রিট মামলার রায়ের উদ্ধৃতি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

হাই কোর্টের একটি রিট মামলার গত বছরের ২৫ নভেম্বরের আদেশে এ সিদ্ধান্ত দেওয়া হয় বলে জাতীয় বিশ্ববিদ্যাললের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার (২৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমানে দায়িত্ব পালনরত সংসদ সদস্যদের স্থলে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ গভর্নং বাডির (পরিচালনা পরিষদ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতদিন যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সাংসদদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিএ-০২