সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৬, ২০২০
০৩:৫৪ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
০৩:৫৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শহীদ উল্লাহ।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেওয়ার প্রথম দিকে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। করোনাভাইরাসের চিকিৎসায় নির্ধারিত হাসপাতালে এন-৯৫ মাস্কের মোড়কে সাধারণ মাস্ক সরবরাহের ঘটনা নিয়ে আলোচনার মধ্যে গত ২২ মে এই দায়িত্বে পরিবর্তন আনে সরকার। সেনাবাহিনীতে ফেরানো হয় ব্রিগেডিয়ার জেনারেল শহীদ উল্লাহকে।
শনিবার (২৫ জুলাই) বেলা ২টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ জানিয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদ উল্লাহ মারা গেছেন বলে তারা শুনেছেন। আমরা একটা মিটিংয়ে ছিলাম। সেখানে তার মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এর বাইরে বিস্তারিত কিছু জানি না।
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
ডা. মো. শহীদ উল্লাহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে বিএমএ জানিয়েছে।
তাদের হিসাবে, বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে ৬৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বিএ-১৮