সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৪, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৪, ২০২০
০৩:২৫ পূর্বাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম । স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এই তথ্য জানান।
খুরশীদ আলম ঢাকা মেডিকেলে কলেজের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিতর্কের মুখে পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র আজই গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই থেকে বাতিল করা হলো। এর মানে হলো তিনি আর ডিজি পদে নেই। এরপরেই নতুন ডিজি নিয়োগ দেওয়া হলো।
এএফ/০৪