সিলেট মিরর ডেস্ক
জুলাই ২২, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২২, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন
পাকিস্তানের করাচিতে অবস্থিত বাংলাদেশ মিশন প্রধান ও ডেপুটি হাই কমিশনার নুর-এ হেলাল সাইফুর রহমানের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে মিশনের প্রথম সচিব মোহাম্মাদ আতিকুর রহমানও করোনা পজিটিভ।
বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুর রহমান নিজেই। তাঁরা বর্তমানে আইসোলেশনে আছেন। সুস্থও আছেন বলে জানান তিনি।
এর আগে বেশ কয়েকজন বাংলাদেশি কূটনীতিক করোনা আক্রান্ত হয়েছেন। তবে মিশন প্রধানদের মধ্যে হেলাল সাইফুর রহমান প্রথম পজিটিভ শনাক্ত হলেন।
এএফ/০৪