মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১২, ২০২০
০২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২০
০২:৫৬ পূর্বাহ্ন



মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল শনিবার  দুপুরে শহরতলির বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম, উপ-পরিচালক (স্পোর্টস) ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, ডেপুটি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সোহেল আহমদ, প্রশাসনিক কর্মকর্তা শান্তি বাবু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

আরসি-০৭