জুড়ী সংবাদদাতা
জুন ০৮, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামে ২০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৬ জুন) রাত ৮টায় উপজেলার ২ নম্বর পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে দুই যুবককে মোটরসাইকেলযোগে রহস্যজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। স্থানীয়রা তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। এর আগে পুলিশ দু'জনের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃতরা হলেন- উপজেলার জামকান্দি গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র সিপন আহমদ (২৪) ও একই গ্রামের ফারুক আহমদের পুত্র লুৎফুর আহমদ (৩৫)।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এইচআর/আরআর-০৭