বড়লেখা প্রতিনিধি
জুন ০৮, ২০২০
০৫:০৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২০
০৫:০৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ২৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না থাকায় অনেক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আজ রবিবার (৭ জুন) দুপুরে বড়লেখা পৌরশহরে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকে মাস্ক না পরে বাইরে বের হচ্ছেন। মাস্কের ব্যবহার নিশ্চিত করতে রবিবার দুপুরে উপজেলা প্রশাসন বড়লেখা পৌরশহরে অভিযান চালায়। এ সময় মাস্ক না পরার দায়ে ২৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক না থাকায় অনেক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, মাস্ক পরিধান বাধ্যতামূলক হলেও অনেকে তা না পরে বাইরে বের হচ্ছেন। মাস্ক পরা বাধ্যতামূলক করতে শহরে অভিযান চালানো হয়েছিল। এ সময় মাস্ক না পরায় ২৭ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাস্ক না থাকায় অনেক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এজে/আরআর-০২