কমলগঞ্জ প্রতিনিধি
জুন ০৭, ২০২০
০৪:২৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২০
০৪:২৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক পাওয়ার টিলার চালক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ জুন) বেলা আড়াইটায় ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত পাওয়ার টিলার চালক গুলের হাওর গ্রামের অনু মিয়ার ছেলে আব্দুল লতিফ (১৭)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার লতিফ পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়েছে। লোকজন মৃত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এসডি/আরআর-০২