বড়লেখায় বজ্রপাতে একজনের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি


জুন ০৬, ২০২০
১১:২১ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
১১:২১ অপরাহ্ন



বড়লেখায় বজ্রপাতে একজনের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় বজ্রপাতে আব্দুল মতিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুন)  সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন উপজেলার নিজবাহাদুরপুর ইউপির গল্লাসাঙ্গন গ্রামে ইসহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বৃষ্টির মধ্যে আব্দুল মতিন বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।

পরে স্থানীয় লোকজন আব্দুল মতিনের লাশ জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম জানান, বৃষ্টির সময় আব্দুল মতিন সবজি ক্ষেতে কাজ করতে যান। এসময় বজ্রপাত হলে তাঁর মৃত্যু হয়। 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এজেএল/বিএ-১০