বড়লেখায় করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রী

বড়লেখা প্রতিনিধি


জুন ০৬, ২০২০
০৮:০৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
০৮:০৮ পূর্বাহ্ন



বড়লেখায় করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রী

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দু'জন সম্পর্কে স্বামী-স্ত্রী। করোনায় আক্রান্ত স্বামীর বয়স ২৫ বছর আর স্ত্রীর বয়স ২০ বছর। তাদের বাড়ি উপজেলার বারইগ্রাম এলাকায়।

আজ শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তরা নিজেদের বাড়িতে আইসোলোশনে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

বড়লেখা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস শুক্রবার রাতে বলেন, স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে করোনার উপসর্গ জ্বর ও কাশি ছিল। গত ৩১ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছিল। আজ (শুক্রবার) রাতে তাদের রিপোর্ট এসেছে। দু'জনেরই করোনা শনাক্ত হয়েছে। তারা বাড়িতে অবস্থান করেছেন। প্রশাসন থেকে তাদের বাড়ি লকডাউনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এজে/আরআর-১৬