মাধবপুরে ভারতীয় গাঁজাসহ ৩ মাদক পাচারকারী আটক

মাধবপুর প্রতিনিধি


জুন ০৬, ২০২০
০৩:০৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
০৩:০৮ পূর্বাহ্ন



মাধবপুরে ভারতীয় গাঁজাসহ ৩ মাদক পাচারকারী আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার এলাকা থেকে আড়াই কেজি ভারতীয় গাঁজাসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৫ জুন) সকালে ধর্মঘর বিওপির হাবিলদার মহসিন হোসেন এর নেতৃত্বে

বিজিবির টহলদল ধর্মঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর চরবাগড় গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে শাওন হোসেন(১৯), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গংগোধবাসা বাড়ী গ্রামের কালাম ফকিরের ছেলে সোহেল ফকির (২৩) এবং ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মমিন হোসেনের ছেলে আকাশ হোসেন (২১)কে আটক করে এবং তাদের কাছে থাকা ব্যগ তল্লাশী করে ২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ধর্মঘর বিওপির বিজিবির একটি টহলদল ধর্মঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫ শ গ্রাম ভারতীয় গাঁজা সহ  ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএম/বিএ-১৮