জুড়ীতে ইয়াবাসহ আটক ১

জুড়ী প্রতিনিধি


জুন ০৬, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন



জুড়ীতে ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজারের জুড়ীতে ১০ পিস ইয়াবাসহ রাহাদ খান (৩৪) নামে একজন আটক হয়েছেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ২ নম্বর পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের বড় ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখে এলাকাবাসী তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাহাদ বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে অহেতুক ঘুরাফেরা করছিল। স্থানীদের তাই সন্দেহ হয়। তার পরিচয় জানতে চাইলে সে পরিচয় দিতে আপত্তি জানায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে জুড়ী থানায় খবর দেন। পুলিশ রাহাদের দেহ তল্লাশি করে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

আটককৃত আসামী হলেন, নড়াইল পৌরসভার আলাদাতপুর গ্রামের আবুল হোসের খানের পুত্র রাহাদ খান(৩৪)। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে জুড়ী থানায় মামলা (মামলা নম্বর ০৩) দায়ের হয়েছে।

 

এইচআরকেে/আরসি-০৭