শ্রীমঙ্গল প্রতিনিধি
জুন ০৫, ২০২০
১১:৩৯ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
০৩:১০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই ঘরে মা ও মেয়ে 'খুন' হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।
জানা যায়, শুক্রবার (৫ জুন) সকালে ঘর থেকে কোন লোকজন বাহির না হওয়ায় পাশের বাড়ির এক মহিলা ওই বাসায় ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে ঘরের পিছনে গিয়ে দেখেন বেড়া ভাঙ্গা। ওই মহিলা আশে পাশের লোকজন ডেকে ঘরের ভিতর প্রবেশ করে দেখেন মা ও মেয়েকে ছুরি দিয়ে খুন করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনসহ পুলিশের একটি টিম।
এসএমআর/বিএ-১০