শ্রীমঙ্গল প্রতিনিধি
জুন ০৫, ২০২০
০৫:৫৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২০
০৫:৫৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস কাউন্টারে বসা অবস্থায় হঠাৎ করে মাটিতে পড়ে এক যাত্রীর মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তির নাম রঘুনাথ দেবনাথ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার উচলাপাড়ায়।
স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ৩টায় হতে বাড়িতে যাওয়ার উদ্দেশে বাসের জন্য কাউন্টারে অপেক্ষা করছিলেন রঘুনাথ দেবনাথ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার একপর্যায়ে হঠাৎ মেঝেতে পড়ে মারা যান তিনি। খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জিকে/আরআর-১০