একদিনে ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪২৩ জন

নিজস্ব প্রতিবেদক


জুন ০৫, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
১২:৫৭ পূর্বাহ্ন



একদিনে ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪২৩ জন

একদিনে আরও ৩৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮১ জন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৪২৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৭১ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১২ হাজার ১৬১ জন সুস্থ হয়ে উঠলেন।

বুলেটিনে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭৮৮টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৯৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ৩ লাখ ৫৮ হাজার ২৭৭টি।

ডা. নাসিমা সুলতানা জানান, নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫৭ হাজার ৫৬৩ জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গেলে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে ৭৮১ জন মারা গেলেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৫৭১ জনসহ মোট ১২ হাজার ১৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। শনাক্ত হওয়া সংক্রমণের বিপরীতে সুস্থ হয়ে ওঠার হার ২১ দশমিক ১৩ শতাংশ।