সিলেট মিরর ডেস্ক
জুন ০৫, ২০২০
১২:১৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২০
১২:১৯ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিস (এফডিএসআর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
তারা হলেন, বারডেমের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন, ডিজি হেলথের অবসরপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল হক ও চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং মেডিসিন বিভাগের প্রধান ডা. এহসানুল করিম।
জানা যায়, ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন করোনা আক্রান্ত হয়ে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া মঙ্গলবার করোনা পজিটিভ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ডা. এ কে এম ওয়াহিদুল হক।
এর আগে, বুধবার দুপুরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং মেডিসিন বিভাগের প্রধান ডা. এহসানুল করিম।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) হিসেবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন চিকিৎসক মারা গেছেন।
বিএ-১৭