করোনা আক্রান্ত হয়ে আরেক চিকিৎসকের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জুন ০৪, ২০২০
১১:৩১ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
১১:৩১ অপরাহ্ন



করোনা আক্রান্ত হয়ে আরেক চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃতু্ হয়েছে। তিনি রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান বলে ইব্রাহিম মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. জালালউদ্দিন আশরাফুল হক জানিয়েছেন।

তিনি বলেন, ২৪ দিন আগে ডা. মহিউদ্দিনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপরেই তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম কেবিনে ছিলেন। অবস্থা একটু খারাপ হওয়াতে আইসিইউতে নেওয়া হয়। গত ১৪ দিন ধরে ডা. মহিউদ্দিন আইসিইউতে ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সন্ধ্যায় তিনি মারা যান।

মাইক্রোবায়োলজির অধ্যাপক মহিউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নিয়ে আট বছর আগে ইব্রাহিম মেডিকেল কলেজে যোগ দেন বলে জানান ডা. জালাল উদ্দিন আশরাফুল।

এ নিয়ে বাংলাদেশে পাঁচজন চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন।

গত ১৫ এপ্রিল প্রথম সিলেটের এমএজি ওসমানী মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয় করোনাভাইরাসে।

বিএ-১৫