কমলগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি


জুন ০৪, ২০২০
১১:১০ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
১১:১০ অপরাহ্ন



কমলগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের উজিরপুর গ্রামে বজ্রপাতে জুবের উদ্দিন বেপারী (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত জুবের উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আমিন বেপারীর ছেলে। সে কমলগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল। 

জানা গেছে, সকালে বাড়ির পাশ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছিল জুবের। বাড়িতে প্রবেশকালে হঠাৎ বজ্রপাত হলে তার সারা শরীর ঝলসে যায়। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রুহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এসডি/বিএ-১৫