সাংসদ ফরিদুল ও ৪ আ.লীগ নেতা করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


জুন ০৪, ২০২০
১০:০৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
১০:০৭ অপরাহ্ন



সাংসদ ফরিদুল ও ৪ আ.লীগ নেতা করোনা আক্রান্ত

জামালপুরের ইসলামপুর আসনের সাংসদ ফরিদুল হক খান দুলালসহ স্থানীয় আওয়ামী লীগের অন্তত চার নেতা জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ইসলামপুরের এমপি ফরিদুল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, নারী ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তার আছেন।

জেলার সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, সাংসদ ফরিদুল গত ১ জুন করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বুধবার রাতে তার ফলাফল ‘পজিটিভ’ আসে।

৬৭ বছর বয়সী ফরিদুল আপাতত জামালপুরে নিজের বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানান সিভিল সার্জন।

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল জামালপুর-২ আসন থেকে টানা তিনবারের নির্বাচিত সাংসদ। 

বিএ-১০