কমলগঞ্জে মা-মেয়েসহ ৩ জন করোনায় আক্রান্ত

কমলগঞ্জ প্রতিনিধি


জুন ০৪, ২০২০
০৮:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
০৮:৪৩ পূর্বাহ্ন



কমলগঞ্জে মা-মেয়েসহ ৩ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের কমলগঞ্জে মা-মেয়েসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে করোনায় আক্রান্ত আরও ৩ জন দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছেন।

আজ বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষার ফলাফলে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের উত্তর তিলকপুর শব্দকর পাড়ায় মা ও মেয়ে এবং মাধবপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও গ্রামের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে পূর্বে করোনায় আক্রান্ত পৌর এলাকার নছরতপুর গ্রামের এক বৃদ্ধ, উত্তর তিলকপুর গ্রামের শব্দকর পাড়ার একজন ও মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের এক শ্রমিক সন্তানের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে কমলগঞ্জ উপজেলা মোট করোনায় আক্রান্ত হলেন ২৭ জন।

কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া জানান, বুধবার রাতে কমলগঞ্জে ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন করে ৩ জন ও পুরাতন ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার ব্যবস্থা করে বাড়িগুলো লকডাউন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসডি/আরআর-১৫