ওমানে করোনায় মারা গেলেন রাজনগরের প্রবাসী

রাজনগর প্রতিনিধি


জুন ০৪, ২০২০
০৮:০৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
০৮:০৬ পূর্বাহ্ন



ওমানে করোনায় মারা গেলেন রাজনগরের প্রবাসী

আনহার উদ্দীন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে করোনায় আক্রান্ত হয়ে আনহার উদ্দীন (৩৮) নামের এক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম বেরকুড়ি গ্রামের আব্দুস সত্তারের ছেলে দীর্ঘদিন যাবত ওমানে বসবাস করছেন। চারদিন আগে তিনি অসুস্থ হলে ওমানের মাস্কটের একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার (২ জুন) আবার জ্বর ও বুকের ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে ভর্তি হন তিনি। পরে আজ বুধবার (৩ জুন) দুপুরের দিকে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত আনহার উদ্দীন এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার লাশ দেশে আনার ব্যাপারে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

 

এফএইচ/আরআর-১২