নিজস্ব প্রতিবেদক
জুন ০৪, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২০
০১:৪৩ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭৪৬ জন মারা গেলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৫৫ হাজার ১৪০ জন।
বুধবার (৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়। বুলেটিনে তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৪৭০ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১১ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে উঠলেন।
বিএ-১৪