শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
জুন ০৩, ২০২০
১০:৫৯ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২০
১০:৫৯ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর থেকে তক্ষকসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারক চক্রের মূল হোতা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলো, মৌলভীবাজার সদরের রাখা গ্রামের মৃত আনোয়ার খাঁনের ছেলে সুলতান খাঁন (৩৫), চাঁনপুরের আব্দুল জলিলের ছেলে সাবির মিয়া (২২) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জহুরপুরের মৃত ছুরুক মিয়ার ছেলে মাসুক আহমদ (৪২)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চক্রটি জেলার নবীগঞ্জ এলাকা থেকে তক্ষক নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারক ও বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
এসডি/বিএ-০৯