শায়েস্তাগঞ্জের মেয়রের বাসা লকডাউন

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা


জুন ০২, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন


আপডেট : জুন ০২, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জের মেয়রের বাসা লকডাউন

শায়েস্তাগঞ্জের মেয়রের বাসার এক ভাড়াটিয়ার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায়  তার বাসা লকডাউন করা হয়েছে। জানা যায়, আজ করোনার উপসর্গ নেয়ে মারা যাওয়া সুমন মোহন্ত শায়েস্তাগঞ্জের মেয়র ছালেক মিয়ার ভাড়াটিয়া। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন। 

আজ সোমবার (০১ জুন) দুপুর ২টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার গিয়ে পৌরসভার মেয়রের বাসা লকডাউন করেছেন এবং নিহতের সঙ্গে বসবাসকারী ৫ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। 

এসময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের এর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বলেন, হোম কোয়ারেন্টিনে রাখা ৫ যুবক হবিগঞ্জের বাইরের বাসিন্দা। তারা যেহেতু করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সুমন মোহন্তের সঙ্গেই থাকতেন তাদেরকে টেষ্ট করানো হবে। 

জিএ/বিএ-২১