নিজস্ব প্রতিবেদক
জুন ০১, ২০২০
০৯:০১ পূর্বাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
০৯:০৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একশ ছাড়িয়েছে। আজ রবিবার (৩১ মে) নতুন করে আরও ৩০ জন আক্রান্ত হওয়ায় এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজ রাতে সিলেট মিররকে বলেন, ‘আজ রবিবার নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও স্বাস্থকর্মী আছেন। এর মধ্যে শ্রীমঙ্গলের ১৮ জন, কুলাউড়ার ৩ জন, রাজনগরের ১ জন, কমলগঞ্জের ৬ জন ও বড়লেখার ২ জন।
এনএইচ/এনপি-১৪