মৌলভীবাজারে গলা কেটে যুবককে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি


জুন ০১, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন



মৌলভীবাজারে গলা কেটে যুবককে হত্যা

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর এলাকায় আনোয়ার মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৩১ মে) সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আনোয়ার মিয়া নাজিরাবাদ ইউনিয়নের আটগর এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত পরিমল চন্দ্র দে।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে যে কোন সময়ে অজ্ঞাত সন্ত্রাসীরা মারাত্মক ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তাকে বাড়ির পাশে ফেলে রেখে যায়। সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএইচ/বিএ-১৭