জুড়ী সংবাদদাতা
মে ২৯, ২০২০
০৯:১০ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২০
০৯:১০ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর জাঙ্গীরাই গ্রামের নজরুল ইসলামের বাড়িতে চাষের জমিতে মোরগ আকৃতির মিষ্টিআলু ফলেছে। আলুটির ওজন আড়াই কেজি।
নজরুল ইসলাম নিজস্ব জমিতে চাষ করা মিষ্টিআলু তুলতে গিয়ে পেয়ে গেলেন প্রায় আড়াই কেজি ওজনের মোরগ আকৃতির মিষ্টিআলু। আলুটি দেখতে অবিকল মোরগের মতো।
নজরুল ইসলামের ছেলে অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন ও এম লোকমান হোসাইন বলেন, ‘এ জমিতে প্রায় এক বছর পূর্বে মিষ্টিআলু চাষ করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সেই জমিতে মিষ্টিআলু তুলতে গিয়ে, মাটি খুঁড়ে প্রায় আড়াই কেজি ওজনের এ মিষ্টিআলুটি পেয়েছি।’
এইচআর/এনপি-০৬