জুড়ী সংবাদদাতা
মে ২৪, ২০২০
০৯:০৩ অপরাহ্ন
আপডেট : মে ২৪, ২০২০
০৯:০৬ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ হচ্ছে নয়াবাজারের ষোলপনি শাহী ঈদগাহ। করোনাভাইরাস সংক্রমণের কারণের এবার এই ঈদগায় ঈদের জামাত হবে না।
নিশ্চিত করেছেন ষোলপনি শাহী ঈদগাহ কমিটির সভাপতি ইসবর আলী। তিনি জানান, কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহতা চলছে। তাই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে ঈদের নামাজ আদায়ে দেশে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের আলোকেই এবার ঈদগাহে ঈদের জামাত আয়োজন করা হচ্ছে না। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। তাই একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
এই ঈদগাহে নামাজ পড়তেন বড়ধামাই, পশ্চিম বড়ধামাই, টালিয়াউরা, অলীরঘাট, দ্বহপাড়া,পাতিলাসাঙ্গন, উত্তর পাতিলাসাঙ্গন, ছোটধামাই ও বড় ধামাই ও নয়াবাজারসহ আরও অনেক গ্রামের মানুষ।
এইচআরকে/এনপি-০৩