বড়লেখা প্রতিনিধি
মে ২২, ২০২০
০৮:১৬ পূর্বাহ্ন
আপডেট : মে ২২, ২০২০
০৮:১৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক করোনায় (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন। তবে তাদের কারও মধ্যে করোনার কোনো লক্ষণ বা উপসর্গ নেই।
এর আগে ওই হাসপাতালের এক ওয়ার্ড বয় (৩৫) করোনায় আক্রান্ত হন। তিনি নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এ নিয়ে বড়লেখা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এর মধ্যে প্রথম আক্রান্ত ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। বাকি দুই রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে তারা সুস্থ হওয়ার পথে রয়েছেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস আজ বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রবিবার হাসপাতালের এক ওয়ার্ড বয়ের করোনা ধরা পড়ে। এরপর হাসপাতালের চিকিৎসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আজ রাতে পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। নমুনা পরীক্ষা দেওয়া ৩৯ জনের মধ্যে তিন চিকিৎসকের করোনা পজিটিভ এসেছে। তাদের কারও মাঝে করোনার কোনো লক্ষণ নেই। ধারণা করা হচ্ছে, তারা আক্রান্ত কারও মাধ্যমে সংক্রমিত হয়েছেন। এই তিন চিকিৎসক হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন।
এজে/আরআর-০৯