রাজনগর প্রতিনিধি
মে ২২, ২০২০
০৭:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মে ২২, ২০২০
০৭:৪৮ পূর্বাহ্ন
করোনাভাইরাসের কারণে আজ মানুষ হয়ে পড়েছে কর্মহীন। স্বল্প আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে অভাব-অনটন। তাই মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কর্মহীন অসহায় হতদরিদ্র বির্পযস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অলিলা গ্রুপ, অগ্রণী ব্যাংক লিমিটেড এবং কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টায় তারাপাশা উচ্চবিদ্যালয় ও কলেজের মাঠে অলিলা গ্রুপ, অগ্রণী ব্যাংক লিমিটেড ও কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মহীন অসহায় হতদরিদ্র সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণ কাজ শুরুর আগে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অলিলা গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলার চেয়ারম্যান মো. শাহজাহান খান। এছাড়াও এলাকার বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এফএইচ/আরআর-০৮