শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারের মাঝে চাল বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


মে ২২, ২০২০
০৭:০২ পূর্বাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
০৭:০২ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারের মাঝে চাল বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রাজঘাট ইউনিয়নে ৫৫০টি চা শ্রমিক পরিবারের মাঝে কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জিআর এর এসব চাল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, ফিনলে কোম্পানির ডিনস্টন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে রাজঘাট ইউনিয়নের ৯টি চা-বাগানের ৫৫০টি চা শ্রমিক পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

 

জিকে/আরআর-০৪