বিদ্যুৎ বিল পরিশোধে শায়েস্তাগঞ্জে মাইকিং

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ২০, ২০২০
০২:৪২ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২০
০৯:৪২ পূর্বাহ্ন



বিদ্যুৎ বিল পরিশোধে শায়েস্তাগঞ্জে মাইকিং

বিদ্যুৎ বিল পরিশোধ করতে শায়েস্তাগঞ্জে মাইকিং করেছে পল্লীবিদ্যুৎ সমিতি। গতকাল সোমবার (১৮ মে) বিকেলে পুরো শায়েস্তাগঞ্জে মাইকিংয়ের পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

আজ মঙ্গলবার সরেজমিন উপজেলার সুতাং বাজারে গিয়ে দেখা যায়, পল্লী বিদ্যুতের একটি টিম বিল গ্রহণ করছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির প্লান্ট ম্যানেজার নূরে আলম বলেন, আমরা সব জায়গারই বিল গ্রহণ করছি। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে আমরা বিল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ ৩-৪ মাসের বিল একত্রে দিতে গেলে গ্রাহকদের অসুবিধায় পড়তে হতে পারে।’

এদিকে মাইকিং শুনে বিল দিতে আসা অনেকেই বলেছেন সংযোগ কেটে দেওয়ার ভয়ে তারা বিল দিতে এসেছেন। বিল দিতে আসা গ্রাহকরা মানছেন না কোনো সামাজিক দূরত্ব, ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। 

করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিল- এই তিন মাসের বিদ্যুৎ বিলের বিলম্ব ফি (মাশুল) মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল সরকার। করোনার সংক্রমণ থাকাকালীন সময়ে বিদ্যুৎ বিল জমা না নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিদ্যুৎ বিল জমা নিচ্ছে শায়েস্তাগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি।

এ ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জ পল্লী বিদুৎতের জেনারেল ম্যানেজার মোতাহের হোসেন বলেন, আমরা বিল দেওয়ার জন্য কাউকে জোর করছি না। বিল না দিলে কারো সংযোগও কাটা হবে না। ব্যাংক বিল না নেওয়ায় আমরা যথেষ্ট পরিমাণ সামাজিক দূরত্ব বজায় রেখে বুথ বসিয়ে কোনোরকম বিলম্ব ফি ছাড়াই বিল গ্রহণ করছি।’

তিনি বলেন, ’পিডিবির অনেক টাকা আমাদের কাছে পাওনা রয়েছে, আমরা বিদুৎ কিনে আনি, সেই বিল দেওয়ার জন্যই সরকার থেকে আবার বিল গ্রহণ করতে বলা হয়েছে। তাই আমরা বিল গ্রহণ করছি।’ 

এসডি-০১/এনপি-১৬