লাখাই প্রতিনিধি
মে ১৯, ২০২০
০৩:৪৫ পূর্বাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০৩:৪৫ পূর্বাহ্ন
লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) সাড়ে ৩ টন চাল আত্মসাৎ করায় উজ্জ্বল আহমেদ নামে এক ডিলারকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে ।
সোমবার (১৮ মে) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের এক অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারের ওএমএস ডিলার উজ্জ্বল আহমেদ (৩৬) এর বিরুদ্ধে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৩ টন চাল আত্মসাতের প্রমান পায় ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। দণ্ডপ্রাপ্ত ডিলার উজ্জ্বল আহমেদ (৩৬) উপজেলার জিরুন্ডা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে।
এসসি/বিএ-০৯