মাধবপুর প্রতিনিধি
মে ১৮, ২০২০
০৪:৩১ পূর্বাহ্ন
আপডেট : মে ১৮, ২০২০
০৪:৩১ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই খুনের অভিযোগে পুলিশ ‘ঘাতক’ বড় ভাইকে হাওরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। আজ রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার রাজাপুর এলাকার একটি হাওর থেকে ইদন মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, উপজেলার বহরা ইউনিয়ের মেরাশানী গ্রামের ইউসুব আলীর ছেলে ইদন মিয়া ও মাওলানা আব্দুল আহাদের মধ্যে বাড়ির জায়গা নিয়ে শনিবার (১৬ মে) দুপুরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইদন মিয়া ছোট ভাই মাওলানা আব্দুল আহাদকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরত্বর জখম করে।রাতে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর পরই ঘাতক বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ রাত থেকেই ভাই হত্যাকারী ইদন মিয়াকে গ্রেপ্তারে মাঠে নামে।
রোববার (১৭মে) গোপন সুত্রে খবর পেয়ে তার শশুর বাড়ি রাজাপুর গ্রামে ইন্সপেক্টর আব্দুল কাইয়ুমের নেত্বত্বে পুলিশ অভিযান চালাতে গেলে পুলিশের উপস্হিতি টের পেয়ে সে হাওরে পালিয়ে যায়। সেখানে থেকে ইদন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ময়না তদন্ত শেষে নিহতের লাশ সিলেট থেকে বাড়ি পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি।
এসএমআর/বিএ-১৪