নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২০
০৯:০১ পূর্বাহ্ন
আপডেট : মে ১৭, ২০২০
১০:১৩ পূর্বাহ্ন
হবিগঞ্জে করোনাভাইরাসে আজ শনিবার (১৬ মে) আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।শনিবার (১৬ মে) ঢাকার ল্যাব থেকে এসব রিপোর্ট আসে বলে সিলেট মিররকে নিশ্চিত করেন হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান ।
তিনি বলেন, আজ হবিগঞ্জের আর ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরমধ্যে ৫ জন নারী ও ৬ জন পুরুষ।
সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে ৯ জন সদর উপজেলার ও ২ জন বানিয়াচং উপজেলার।
এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১২৯ জন।
এনএইচ/ বিএ-১১