শ্রীমঙ্গল প্রতিনিধি
মে ১৭, ২০২০
০৭:৩৮ পূর্বাহ্ন
আপডেট : মে ১৭, ২০২০
০৭:৪৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কোভিড-১৯ সুরক্ষা বুথের কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালের সমাজ সেবা কার্যক্রমের রোগী কল্যাণ সমিতির সৌজন্যে স্থাপিত বুথ আজ শনিবার (১৬ মে) উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে। আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু নাহিদ, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জুয়েল প্রমুখ।
কেজিকে/এনপি-২৩