মৌলভীবাজার প্রতিনিধি
মে ১৪, ২০২০
১০:৫১ অপরাহ্ন
আপডেট : মে ১৪, ২০২০
১০:৫১ অপরাহ্ন
মৌলভীবাজারে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এই তথ্য নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের সবাই মৌলভীবাজার শহরের বাসিন্দা। তাদের মধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন। এছাড়া নার্সসহ হাসপাতালের কর্মচারীরা রয়েছেন।
গতকাল বুধবার (১৩ মে) রাতে সিলেট ওসামানী হাসপাতালের ল্যাব থেকে এই তথ্য জানানো হয়। আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এবং সেই সঙ্গে প্রয়োজনীয় লকডাউন নিশ্চিত করা হবে।
এসএইচ-০১/এনপি-১১