রাজনগর প্রতিনিধি
মে ১৪, ২০২০
০২:১৩ পূর্বাহ্ন
আপডেট : মে ১৪, ২০২০
০২:১৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৫০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করে আল হারামাইন গ্রুপ।
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান ও আল-হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফিজ অলিউর রহমানের সহযোগিতায় এবং রাজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলালের ব্যবস্থাপনায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান, আল-হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফিজ অলিউর রহমান, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ বিলাল, মৌলভীবাজার নুরুল কোরআন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, প্রেসক্লাব সহসভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সিনিয়র সদস্য শংকর দুলাল দেব প্রমুখ।
এসএফ/বিএ-০৭