লাখাই প্রতিনিধি
মে ১৩, ২০২০
১১:০৪ অপরাহ্ন
আপডেট : মে ১৩, ২০২০
১১:০৫ অপরাহ্ন
আহত আয়েশা বেগম ও সঞ্জব আলী
হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ৮ টায় উপজেলার লাখাই ইউনিয়নের পশ্চিম রুহিতনসীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, পশ্চিম রুহিতনসী গ্রামের কাচারহাটির বাসিন্দা সঞ্জব আলীর সঙ্গে প্রতিবেশি রজব আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওইদিন সন্ধ্যায় ইফতারের পর সঞ্জব আলী তার স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে ধান সেদ্ধ করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
আহত সঞ্জব আলী জানান, রজব আলীর নেতৃত্বে একদল লোক লাঠিসোটা নিয়ে তাদের ওপর চড়াও হয়। এসময় আব্দুর রহমান নামে একজন বাধা দিতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। মারাত্মক জখম অবস্থায় আয়েশা বেগম, আহত সঞ্জব আলী ও আব্দুর রহমানকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসসিবি-০১/এনপি-০৮