সিলেট মিরর ডেস্ক
মে ১৩, ২০২০
১০:১৩ অপরাহ্ন
আপডেট : মে ১৩, ২০২০
১০:১৩ অপরাহ্ন
করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও আফিয়া আমিন পাপ্পা এবং নাজিরের ২য় ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে।
গতকাল মঙ্গলবার (১২ মে) রাত ১০টায় হবিগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর প্রতীক মন্ডল এই তথ্য জানান। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণার পর বুধবার দুপুরে জেলা প্রশাসক তার বাংলোতে কোয়ারেন্টিন থেকে বেরিয়ে অফিসে আসবেন।
এদিকে সরকারি কর্মচারী ও স্বাস্থ্যকর্মীসহ মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলায় আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। হবিগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে সুস্থ হয়েছেন ২৩জন এবং মারা গেছে ১ শিশু। মঙ্গলবার ১ জন চিকিৎসক ও ২ জন নার্সসহ ১২ জনকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
এদিকে করোনা আক্রান্ত চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকসহ ৪ পুলিশ সদস্যের ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তাদের সঙ্গের অপর পুলিশ সদস্যের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে।
এনপি-০৬