বড়লেখা প্রতিনিধি
মে ১২, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন
আপডেট : মে ১২, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন
করোনাভাইরাস সংকটে মৌলভীবাজারের বড়লেখায় কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা আশা।
সোমবার (১১ মে) সংস্থাটির উদ্যোগে বিকেল ৩টায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল ও ১ কেজি লবণ।
বড়লেখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন আশার বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা আবু তাহের চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, আশার জুড়ী আঞ্চলিক ব্যবস্থাপক চন্দ্রহাস সিংহ, বড়লেখা শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার সিংহ, জুড়ী-১ সদর শাখা ব্যবস্থাপক অলক কান্তি দাস, সাংবাদিক আব্দুর রব, বড়লেখা শাখার এবিএম দিলীপ চন্দ্র দেব, এসএলও নীল মনি দে প্রমুখ।
আশার সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা আবু তাহের চৌধুরী বলেন, ‘করোনাভাইরাস সংকটে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আশা এই সংকটে তাদের পাশে থাকার চেষ্টা করছে। সারাদেশের প্রতি উপজেলায় ২০০ প্যাকেট করে ও সকল জেলা প্রশাসকের কাছে ৫০০ প্যাকেট করে খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করেছি।’
এজেএল/বিএ-১০