মাধবপুর প্রতিনিধি
মে ১২, ২০২০
০৫:৩৪ পূর্বাহ্ন
আপডেট : মে ১২, ২০২০
০৫:৩৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় হারুন আর রশিদ নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার (১১ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত হারুন আর রশিদ রংপুরের মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা গ্রামের আবুল কাসেমের পুত্র।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কাজে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে নরসিংদী নামক স্থানে তার মৃত্যু হয়।
মাধবপুর উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, লাশ নিয়ে তার গ্রামের বাড়ি রংপুরের উদ্দেশে রওনা দেওয়া হয়েছে।
এসএম/আরআর